কাশিয়ানী প্রতিনিধিঃ ইবাদুল রানা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর (হিল্টু) করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাইয়ূম তালুকদার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান,’ গত বুধবার ১২ ই জুন চেয়ারম্যানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গোপালগঞ্জে পাঠানো হয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার রিপোর্টে চেয়ারম্যানের দেহে করোনা পজেটিভ আসে । উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, আমি ‘ মহামারী করোনার শুরু থেকেই সর্বস্তরের মানুষের পাশে থেকে সেবা করেছি। সরকারি দেওয়া বিভিন্ন ধরনের অনুদান মানুষের দোরগোড়ায় পৌছে দিয়েছি। মাঠপর্যায় কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন,’ উপজেলা চেয়ারম্যান বর্তমান নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। অফিস স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারিন্টাইনে পাঠানো হয়েছে। উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও জনসাধারণের চলাচল সীমিত করা হবে।
Chat Conversation End