ইবাদুল রানা, কাশিয়ানী প্রতিনিধি : বারাশিয়া নদী হতে পোনা পর্যন্ত কুঠির খালের পার্শ্ববর্তী বসতী গন অনেকে খাল দখল করে স্থাপনা তৈরি করেছেন আবার অনেকে পানি চলাচল বন্ধো করে রাস্তা করেছেন কুঠির ঘাট থেকে উৎপন্ন প্রায় ১০ কিলোমিটার খালটি কাশিয়ানী পৃর্বপাড়া ও পোনা গ্রামের মধ্য দিয়ে বিল পবনের বিলে গিয়ে মিশেছে এই খালটি দিয়ে কাশিয়ানী ও পাশের এলাকার পানি নিস্কাশিত হতো। কাশিয়ানী পূর্বপাড়ার বাসিন্দা মোঃ ফায়েকুজ্জামানসহ এলাকাবাসী খালটি অবৈধ দখলবাজ দের কবল থেকে উদ্ধার করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, খালটি পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যেই তারা কাজ শুরু করেছেন। দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা