জাহাঙ্গীর আলম, ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধিঃ নবীনগর পৌরসভার ০৫ নং ওয়ার্ডে আলীয়াবাদ গ্রামের রাস্তা বছর না ঘুরতেই বৃষ্টির পানিতে বিলিন হওয়ার পথে। আলীয়াবাদ মোশারফ হোসেন মদন মেম্বরের বাড়ির সামনের দিক দিয়ে কোটি টাকার প্রকল্পে একটি রাস্তা তৈরি করা হয়।
সেই রাস্তার রিটার্নিং দেয়াল ভেঙ্গে বৃষ্টির পানির সাথে বালি সরে যাচ্ছে।যে কোন সময় মূল রাস্তাটি নিচে ডেবে যেতে পারে। রিটার্নিং দেয়াল নির্মান করার সময় নিচের পুরাতন দেয়াল না ভেঙ্গে উপরের অংশে নতুন করে কিছু ইট সংযোজন করা হয়,যার ফলে সামান্য বৃষ্টির পানির স্রোতে দেয়ালটি ভেঙ্গে গেলো।