মাসুদুর রহমান পারভেজ, কোটালীপাড়া প্রতিনিধি : গােপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে আরােও ৮ জন করােনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালাে ৭৯ । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : সুশান্ত বৈদ্য বলেন , গত রবিবার ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানাে হয়েছিল । এদের মধ্যে রাধাগঞ্জ ইউনিয়নের ছিকটিবাড়ি ১ জন , ভুতুরিয়া ১ জন , উত্তরপাড়া ১ জন , পৌরসভার পশ্চিমপাড় গ্রামের ৪ জন ও হিরণ ইউনিয়নের হিরণ গ্রামে ১ জনের রিপাের্ট পজিটিভ এসেছে । এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালাে ৭৯। তবে এই ৭৯ জনের মধ্যে ৪৯ জন সুস্থ হয়েছে ।