কোটালীপাড়ায় ১৭ দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়সহ ১৭টি দোকান ও ৩ টি বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। রোববার দুপুর আড়াইটায় রামশীল বাজারে এ ঘটনা ঘটে। রামশীল বাজারের সজীব মোল্লার লেপ-তোশকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে স্থানীদের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রঞ্জিত মন্ডল বলেন, কয়েক দিন আগে ধার-দেনা করে দোকানে নতুন কাপড় তুলেছি। সব কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। এই দোকানের আয় থেকেই আমার সংসার চলত। এখন কীভাবে সংসার চালাব ভেবে পাচ্ছি না। রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা করে আসছেন। অগ্নিকাণ্ডে এরা সর্বস হারিয়েছে। এদের লোন মওকুফসহ নতুন করে লোন দেওয়ার দাবি জানাচ্ছি। কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সজীব মোল্লার লেপ-তোশকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন লাগার পরপরই স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়সহ ১৭ দোকান পুড়ে যায়। আমরা পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *