কোটালীপাড়া প্রতিনিধি : গােপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আশিক মােল্লা নামে ১৮ মাসের এক শিশুর নির্মম মৃত্যু হয়েছে ।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কয়খা গ্রামে এ ঘটনা ঘটে ।
শিশু আশিক কয়খা গ্রামের দেলােয়ার মােল্লার ছেলে । স্থানীয় সূত্রে জানাগেছে , শিশু আশিক ঘরের ভিতর খেলাধুলা করার সময় টেবিলের নিচে থাকা বৈদ্যুতিক মাল্টিপ্লাগে ছিদ্রের মধ্যে হাত ঢুকিয়ে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় । আহত অবস্থায় শিশু আশিককে পরিবারের লােকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আশিককে মৃত বলে ঘােষণা করেন ।