কোটালীপাড়া প্রতিনিধি :
গােপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযােগি সংগঠনের আয়ােজনে দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আলােচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলােচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হােসেন শেখ, পৌর মেয়র হাজী মাে: কামাল হােসেন শেখ, শেখ হাসিনা কলেজের অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম রুনী, রুহুল আমিন খান, শেখ টুটুল, যুবলীগ নেতা মােহাম্মদ লাভলু শে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছােটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির বক্তব্য রাখেন ।