কোটালীপাড়ায় পোস্টার ছিড়ে ফেলার ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে ” প্রতিপক্ষের হামলা ও মারপিট

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের আসন্ন রামশীল ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সবুজ মজুমদার শক্তির নিজ সমর্থকরা তার ফুটবল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলার ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে প্রার্থী লরেন্স মধু পল্লবের সমর্থকদের উপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে।

গত বুধবার ২৬ জানুয়ারি বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান আগামী ৩১ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামশীল ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ডে মেম্বর পদে লরেন্স মধু পল্লব টিউবওয়েল প্রতীক, ফুটবল প্রতিকে সবুজ মজুমদার শক্তি , তালা প্রতীকে বিষ্ণুপদ মধু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে টিউবওয়েল প্রতীক নিয়ে লরেন্স মধু পল্লব এগিয়ে রয়েছেন। এ ঘটনায় লরেন্স মধু পল্লব সাংবাদিকদের বলেন- আমার জনপ্রিয়তা দেখে সবুজ মজুমদার শক্তির সমর্থকরা পরাজয়ের ভয়ে নিজেদের পোস্টার ছিড়ে আমার উপর দায়ভার দিবে। এটা আমরা দেখে ফেলায় আমাদের উপর হামলা চালায় ও মারপিট করে এবং আমাদের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি ধমকি দিয়ে আসছে।

তিনি আরো বলেন এ ব্যাপারে তাদের মুরাব্বি বুদ্ধি মধুর কাছে সমাধানের জন্য যাওয়া হলে তিনি কিছুই বলেননি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এ সময় আকাশ মল্লিক ও মিলন মল্লিক সাংবাদিকদের বলেন- সবুজ মজুমদার শক্তির সমর্থকরা যখন ফুটবল প্রতীকের পোস্টার ছিড়ে, আমরা দেখে মোবাইল দিয়ে যখন ভিডিও ধারণ করতে যাই তখন নিলয় মধু, প্রবীণ মধু,পলাশ মধু সহ আরো কয়েকজন আমাদের উপর হামলা ও মারপিট করে। এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবুজ মজুমদার ( শক্তির) বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি এবং তার ০১৭৬১৫৩৩৫৭৫ মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি ফোন কলটি রিসিভ করে নাই।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *