কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জায়েদ নামে দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সোনাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশু জায়েদ বাড়ির দক্ষিণ পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে য়ায়। পরিবারের লোকজন জায়েদকে খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে তল্লাশী চালায়। পরবর্তীতে পুকুর থেকে শিশু জায়েদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। শিশু জায়েদ সোনাটিয়া গ্রামের সিরাজ শাহ্-র ছেলে ।