কোটালীপাড়ায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় ঘর-বাড়ি ভাংচুর লুটপাট

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচনী পরবর্তী সহিংসতার শিকার হয়েছে ওমান প্রবাসী । বাড়ী – ঘর, স্বর্ণালংকার ,নগদ অর্থ সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষ ।

উপজেলার ৭ নং হিরন ইউনিয়নে গত ৫ জানুয়ারী পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় । ঐ নির্বাচনে ৩ নং ওয়াডে সদস্য পদে জাকির দাড়িয়ার কাছে পরাজিত হয় মূছা বিশ্বাস । নির্বাচন পরর্তীতে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়লে জাকির দাড়িয়ার সমর্থক জামাল শেখ নামে একজন মারা যায় । এ সময় ওমান প্রবাসি লোহারংক গ্রামের মৃত কাসেম ভূইয়ার ছেলে ওবায়দুর ভূইয়ার বাড়ী ঘর ভাংচুর ,স্বর্ণলংকার,নগদ টাকা সহ ঘরের ভিতর থাকা যাবতীয় মালামাল লুটে নিয়ে য়ায়, এমন কি তাদের টিউবওয়েলের হেড পর্যন্ত খুলে নিয়ে ও ক্ষ্যন্ত হয়নি । এখন ৩০ টি গাছ কেটে নিয়ে যাওয়ার পরে সিমানা দেওয়াল ভেঙ্গে যায়গা দখল করে ঘর নির্মান করেছে প্রতিবেশী মোতালেব শেখ ও তার লোকজন ।

এ ব্যাপারে প্রবাসীর মা আলেয়া বেগম(৬২) বাদী হয়ে লোহারংক গ্রামের মৃত্যু গফুর শেখের ছেলে মোতালেব শেখ (৫০), মোতালেব শেখের ছেলে বাবু শেখ (২০), মোতালেব শেখের স্ত্রী জেসমিন বেগম (৪০) তিন জন সহ আরো অজ্ঞাত ১০/১৫ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও থানা থেকে নেওয়া হয়নি এখনো কোন ব্যবস্থা।
এ বিষয়ে আসামি মোতালেব শেখের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব বিষয় অস্বীকার করে বলেন এসব কিছু মিথ্যা ও মানোয়াট।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *