কোটালীপাড়ায় নিখোজের ৪ দিনেও সন্ধ্যান মেলেনি দেবর – বৌদির
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোজের চার দিনেও সন্ধ্যান মেলেনি দেবর সুজিত বালা (১৯) এবং বড় বৌদি ববিতা বাড়ৈ (১৮) । গত মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার কলাভিটা গ্রাম থেকে নিখোজ হয় তারা ।
জানা যায়, চার মাস পূর্বে রাজৈরের পাখুল্লা গ্রামের সমীর বালার ছেলে সুব্রত বালা (২০ ) সাথে সামাজিক ভাবে বিয়ে হয় কোটালীপাড়া কলাভিটা গ্রামের নকুল চন্দ্র বাড়ৈর মেয়ে ববিতা বাড়ৈ । গত সোমবার মেয়েকে বাবার বাড়ি বেড়াতে নিয়ে আসা হয় । ঘটনার দিন সন্ধ্যায় দেবর সেখান থেকে বৌদিকে নিয়ে উধাও হয়।
ববিতা বাড়ৈর পিতা গ্রাম পুলিশ নকুল চন্দ্র বাড়ৈ সাংবাদিকদের বলেন –- স্বর্ণালংকার সহ আমার মেয়েকে নিয়ে তার দেবর আমার বাড়ি থেকে উধাও হয়ে যায় , বহু খোজাখুজি করে চার দিনেও সন্ধ্যান পাইনি তাদের, আমি এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনীর সহযোগীতা কামনা করছি ।
তিনি আরো জানান- যদি কোন ব্যক্তি তাদের সন্ধ্যান পেয়ে থাকেন তবে ০১৭৬৫৬১০৮১৩ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হইলো। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে ।