কোটালীপাড়া প্রতিনিধি :
গােপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছ চাপায় লুৎফর রহমান ফকির ( ৪৫ ) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । আজ রবিবার সন্ধ্যার আগ মূহুর্তে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে । নিহত লুৎফর রহমান ফকির টুটাপাড়া গ্রামের আব্দুল গফুর ফকিরের ছেলে ।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন , আজ রবিবার সন্ধ্যার আগ মূহুর্তে লুৎফর রহমান ফকির বিরামের কান্দি গ্রামের কামরুল শেখের মাছে ঘেরপাড় গাছ কাঁটতে ছিল । এ সময় হঠাৎ করে কাঁটা গাছ লুৎফর রহমান ফকিরের শরীরের উপর পড়লে সে গুরুতর আহত হয় । আহত লুৎফর রহমান ফকিরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘােষনা করেন ।