কোটালীপাড়া প্রতিনিধি:
করোনায় আক্রান্ত গোপালগঞ্জ সদর হাসপাতালের এক চিকিৎসকের কোটালীপাড়ার বাড়িতে মৌসুমী ফল ও ঈদসামগ্রী পৌছে দিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ওই চিকিৎসক ও তার বাবা এবং বোনও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা কোটালীপাড়ার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। রবিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ নোয়াধা গ্রামে ওই চিকিৎসকের বাড়িতে উপহার স্বরুপ মৌসুমী ফল এবং পোলার চাল, চিনি, সেমাই, দুধ ও তেলসহ ঈদসামগ্রী পৌছে দেন। এ সময় ইউপি চেয়ারম্যান হান্নান শেখ করোনায় আক্রান্ত ওই চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের শারীরিক বিষয়ে খোঁজখবর নেন। তিনিও তার পরিবারের সকল সদস্য সুস্থ আছেন বলে জানান ওই চিকিৎসক। তবে তিনি অভিযোগ করে বলেন, আমি জীবনে অনেক মানুষের সেবা করেছি। কিন্তু আমি করোনায় আক্রান্ত হওয়ার পরে আমার বাড়ির চারপাশের ব্যক্তিদের কাছ থেকে তেমন কোন সহযোগিতা পাইনি। আমার পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারছেনা। কোন আত্মীয়-স্বজন যদি আমাদের বাড়িতে কোন বাজার নিয়ে আসে তাহলে আমাদের বাড়ির আশপাশের লোকজন বাঁধার সৃষ্টি করে। এ বিষয়ে আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,করোনায় আক্রান্ত এই চিকিৎসক একজন মানবিক ব্যক্তি। তিনি চিকিৎসাসেবার পাশাপাশি এলাকায় অনেক সেবামূলক কাজ করে আসছেন। তার সঙ্গে যে আচরণটি করা হচ্ছে তাহা অমানবিক। আমি তার এই বিষয়গুলো সমাধান করবো। অপরদিকে তার পরিবারের যে কোন সমস্যা আমি সমাধান করবো।