কোটালীপাড়ায় আল কারীম সেবা কল্যাণ ফাউন্ডেশনের শুভো উদ্বোধন

মহামারী করোনা ভাইরাস বৃদ্ধিতে চরমোনাই পীর সাহেব হুজুরের নির্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানবতার সেবায় প্রতিষ্ঠিত সেবা মুলক প্রতিষ্ঠান আল কারীম সেবা কল্যাণ ফাউন্ডেশনের শুভো উদ্বোধন করা হয়েছে। ২২ আগস্ট বেলা ১১ টায় কোটালীপাড়া মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় পৌর মার্কেটে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালপুর মাদরাসার মোহতামিম মাওলানা কাবিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আঃ আউয়াল হোসেন এ শুভো উদ্বোধন ঘোষণা করেন।

কারী সোলায়মান গাজীর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,- কাজুলিয়া মাদরাসার পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা তসলিম হুসাইন , ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেন,মুফতি মাহদী হাসান, হিরণ মাদরাসার সহকারী পরিচালক মিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আবু নাইম, সহ – সভাপতি আমির হোসেন, ইশা ছাত্র আন্দোলন কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেন প্রমূখ ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *