কোটালীপাড়ায় আগুনে পুড়ল ৫টি দোকান

  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৫ টি ব্যাবসায় প্রতিষ্ঠান। বুধবার দিনগত রাত ১২.৩০ মিনিটে উপজেলার মনোসাবাড়ি বাসস্ট্যান্ড বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ব্যাবসায়ীরা দোকান বন্ধ করে চলে যাওয়ার পরেই পনির বখতিয়ার এর মুদির দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপরে প্বার্শবর্তী সেলিম মিয়া, ফরিদ আহমেদ, রিয়াজুল ইসলাম, হারুন উর রশিদ এর দোকানে মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় ১.৪৫ মিনিট প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে দোকানে থাকা মালামাল পুড়ে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা দাবি করেন।

এই বিষয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: নজরুল ইসলাম জানায়, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি। ০১.০৯.২২



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *