কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত রোগীদের খাবার জন্য বিভিন্ন ধরণের ফল উপহার দিলেন ওসি শেখ লুৎফর রহমান।
রবিবার সকালে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের আইসোলেশন সেন্টারে থাকা ১৩ জন করোনা রোগীকে খাবার জন্য লিচু, কলা, আনারস, তরমুজ, আপেল, মাল্টাসহ বিভিন্ন ধরণের ফল উপহার দেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য উপস্থিত ছিলেন।
ডা. সুশান্ত বৈদ্য বলেন, কোটালীপাড়া উপজেলায় এ পর্যন্ত ৩৮জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন সুস্থ্য হয়েছেন। বাকি ৩৪ জনের মধ্যে ১৩ জন শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের আইসোলেশন সেন্টারে আছেন। ২১ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা ও কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, করোনা রোগীদেরকে এই বিভিন্ন ধরণের ফল উপহার দিয়ে ওসি শেখ লুৎফর রহমান মহত্ত্বের পরিচয় দিয়েছেন। এর আগেও তিনি অনেক মানবিক কাজ করেছেন। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ৩শতাধিক মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করেছেন। তার এই মহৎ কাজের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।
ওসি শেখ লুৎফর রহমান বলেন, করোনায় আক্রান্ত রোগীদের কাছে অনেক সময় তাদের আপন জনেরাও আসেন না। তাই আমি এসব রোগীদের কিছু ফল উপহার দিলাম। আমাদের উচিৎ সকল করোনা রোগীর সাথে মানবিক আচরণ করা।