কোটালীপাড়ায় অসহায় পরিবারকে ভিটেছাড়া করার পাঁয়তারা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক অসহায় পরিবারকে ভিটেছাড়া করার পাঁয়তারা করছে একটি প্রভাবশালী মহল। উপজেলার লাখিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সরজমিন জানা যায়, এলাকার সোনামদ্দিন ফকিরের ছেলে বাদশা ফকিরের (৪৫) প্রতিবেশী কদম আলী ফকিরের ছেলে বাদল ফকিরের (৫০) সাথে দীর্ঘদিন যাবৎ বসতভিটে সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে অসহায় বাদশা ফকিরকে মারপিাট করে প্রতিপক্ষ। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ দফায় দফায় সালিশ বৈঠকে জায়গা ভাগ-বাটোয়ারা করে দেন।

কিন্তু বাদল ফকির উক্ত বাটোয়ারা অমান্য করে বাদশা ফকিরের বসতঘর ভেঙে নিতে বাধ্য করেন। বাদশা ফকির সাংবাদিকদের বলেন, আমি অসহায় মানুষ। প্রতিপক্ষ প্রভাবশালী বাদল ফকির, করোম নাগারচী ও বাবলু নাগারচী ক্ষমতার দাপট দেখিয়ে গ্রামীদের মাধ্যমে আমার ঘর-দরজা ভেঙে নিতে বাধ্য করে। কিছুদিন পূর্বে আমার দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়। আমার জায়গা তাদের নামে দলিল করেছে। আমি এখন পরিবার-পরিজন নিয়ে ঝুপড়িঘরে বসবাস করছি।

আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। প্রতিপক্ষ বাদল ফকির জানান, আমার জায়গা সঠিকভাবে বুঝে পাইনি। করোম নাগারচী বলেন, আমি কোনো কথা বলতে রাজি না। এ ব্যাপারে বাদশা ফকির বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই দবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *