কোটালীপাড়ায় অগ্নিকান্ডে দোকান ঘর ভস্মীভূত

কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ি বাজারে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে অগ্নিকান্ডে বিদ্যুৎ মধুর দোকান ঘর ভস্মীভূত হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ মধু জানিয়েছেন।
তিনি বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আমি দোকান ঘর বন্ধ করে বাড়ি চলে আসি। হঠাৎ গভীর রাতে আশপাশের লোকজনের চিৎকার-চেঁচামেচিতে আমার ঘুম ভেঙ্গে যায়। দৌড়ে বাজারে গিয়ে দেখি আমার দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে আমার ধারণা। আমার এই দোকানে প্রায় ১০লক্ষ টাকার সার, কীটনাশন ও ডিজেল, মবিল ছিল।
রামশীল ইউনিয়নের চেয়ারম্যান খোকন বালা বলেন, এই দোকান ঘরটি পুড়ে যাওয়ায় বিদ্যুৎ মধু একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিনি বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে এই দোকানটি করে ছিলেন। এখন যদি তিনি সরকারি ভাবে কোন সাহায্য সহযোগিতা না পায় তাহলে তার পথে বসতে হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *