কোটালীপাড়া প্রতিনিধি :
মুজিবর্ষের আহব্বান , ৩ টি করে গাছ লাগান ‘ এই স্লোগান সামনে রেখে গােপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছ রােপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে । বুধবার স্থানীয় পৌর মার্কেটের পাশে ফলদ গাছের চারা রােপণের মধ্যে দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘােষিত ৩ মাস ব্যাপী গাছ রােপন কর্মসূচির অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয় ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হােসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন । এ সময় পৌর মেয়র হাজী মাে : কামাল হােসেন শেখ , উপজেলা ছাত্ররীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , সহ – সভাপতি সাজ্জাদ সুমন , নিয়াজ মাের্শেদ হিরাে , ছাত্রলীগ নেতা ইকবাল হাসান উপস্থিত ছিলেন ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন , মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা – কর্মীদেরকে ৩ টি করে গাছ লাগানাের আহব্বান জানিয়েছেন । এরই অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ ৩ মাস ব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে গাছ রােপণ কর্মসুচি শুরু করলাে । আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদেরকে ১০ হাজার বনজ , ফলদ ও ভেষজ গাছের চারা উপহার দিবাে । নেতা – কর্মীরা সকলেই আগামী ৩ মাসে প্রত্যেকেই ৩ টি করে গাছের চারা রােপণ করবেন ।