কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষকের ধান কাটা অব্যাহত রেখেছে উপজেলা ছাত্রলীগ। গত ২২ এপ্রিল কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ এক দরিদ্র কৃষকের ধান কাটার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। করোনাভাইরাসের কারণে এ উপজেলায় চলতি বোরো মৌসুমে ব্যাপক ভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দেয়। এ অবস্থায় হতদরিদ্র ও বরগাচাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে উপজেলা ছাত্রলীগ।
এরই অংশ হিসেবে আজ শুক্রবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি ছাত্রলীগের টিম কলাবাড়ি ইউনিয়নের কাফুলাবাড়ি গ্রামের এক দরিদ্র কৃষকের ধান কেটে দেয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল নিজামী, সাজ্জাদ হোসেন সুমন, শামিম দাড়িয়া, কলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাপস বাড়ৈ, সাধারণ সম্পাদক দিপক সরকার, ছাত্রলীগ নেতা শেখ রোহানসহ উপজেলা ছাত্রলীগ ও কলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে এই মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।
কৃষক হরিচাঁদ বৈরাগী বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুজছিলাম। এ অবস্থায় ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলো। এই ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগ ও কলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের এ উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। এদিকটা বিবেচনা করে আমরা এ উপজেলার ১১টি ইউনিয়নে ৪৫জন করে ১১টি টিম করেছি। এই টিম হতদরিদ্র ও বরগাচাষীদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দিচ্ছে। যতদিন পর্যন্ত কৃষকের জমিতে ধান থাকবে ততদিন পর্যন্ত ছাত্রলীগ কাঁচি হাতে মাঠে থাকবে।