কোটালীপাড়া প্রতিনিধি : গােপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে এক নারী স্বাস্থ্যকর্মী করােনায় আক্রান্ত হয়েছে । আক্রান্ত নারী স্বাস্থ্যকর্মীর বাড়ীর আশপাশের ১৩ টি বাড়ী লগডাউন করা হয়েছে ।
এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালাে ৬ জন ।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : সুশান্ত বৈদ্য বলেন , এ উপজেলায় ২৭৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।তাদের মধ্যে ৬ জনের পজিটিভ এসেছে।এই ৬ জনের মধ্যে দু’জন সুস্থ হয়েছেন।বর্তমানে তিনজন নিজ বাড়ীতে আইসােলেশনে আছেন।এই তিন জন একই পরিবারের সদস্য । এদের মধ্য একজন চিকিৎসক । অপরদিকে সর্বশেষ যিনি আক্রান্ত হয়েছেন তিনি একজন নারী স্বাস্থ্যকর্মী।তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত আছেন ।
গত বৃহস্পতিবার এই নারী স্বাস্থ্যকর্মী ঢাকা থেকে বাড়ী আসেন।তার পর তিনি শারীরিক ভাবে অসুস্থতা বােধ করেন।আমরা খবর পেয়ে গত শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাই।আজ শনিবার সন্ধ্যায় তার রিপাের্ট পজিটিভ এসেছে।বর্তমানে এই নারী স্বাস্থ্যকর্মীকে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজে অস্থায়ী আইসােলেশন সেন্টারে রাখা হয়েছে এবং আক্রান্ত নারী স্বাস্থ্যকর্মীর বাড়ীর আশপাশের ১৩ টি বাড়ী লগডাউন করা হয়েছে ।