কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য টুঙ্গিপাড়ার ওলিদ হোসেন
নবগঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য হলেন টুঙ্গিপাড়ার উপজেলার কুশলী গ্রামের মো: ওলিদ হোসেন। তিনি মরহুম মোঃ এনায়েত হোসেন সিকদারের ছেলে ও বর্তমান কুশলী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের ছোট ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, ওলিদ সিকদার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিদ্যালয় টুঙ্গিপাড়া উপজেলার জি.টি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এস.এস.সি, যশোরের বি এফ শাহীন কলেজ থেকে এইচ.এস.সি ও ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন। কুশলী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার বলেন, ছোট ভাই ওলিদ সিকদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালীন সময়ে ক্যাম্পাস ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক নির্বাচিত হন। ওয়ান-ইলেভেনে বি,এমপি জামাত বিরোধী আন্দোলনে ভূমিকা, রাজনীতিতে পরোক্ষভাবে যুক্ত থাকায় ও ক্লিন ইমেজের কারণে কেন্দ্রীয় যুুবলীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে।
নবগঠিত যুবলীগের কার্যনির্বাহী সদস্য ওলিদ হোসেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে “দৈনিক শতবর্ষ”কে বলেন, ছাত্রলীগের সাথে বহুদিন ধরে জরিয়ে রয়েছি। বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। সেই দিক বিবেচনা করে আমাকে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করেছেন। আমি সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাবো। সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। তাই সবার সহযোগিতাও কামনা করেন তিনি।