টুঙ্গিপাড়াঃ
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে দেশের কোন কৃষক ধানার কাটার জন্য কাউকে পাচ্ছেন না। মাননীয় প্রধানমন্ত্রী তার দলরে সবাইকে নির্দেশ দেন যেন যার যার এলাকার কৃষকের ধান বাংলদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সবাই এক সাথে কেটে কৃষকের ঘরে তুলে দেয়।
মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশ মতো আজ সকাল 8 টার সময় টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, কৃষক লীগও ছাত্রলীগের ৫০ সদস্যদের একটি প্রতিনিধি দল হত দরিদ্র আজিম শেখ ও জাকার শেখ এর 3 বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন।
এক প্রশ্নের জবাবে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস বলেন, তারা প্রধান মন্ত্রীর নির্দেশ পালন করছেন। এবং এই কাজ অব্যহত থাকবে।
এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ফুরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ শাহনেওয়াজ লাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর কৃষক লীগের সভাপতি ইসলাম শেখ, সাধারণ সম্পাদক বেল্লাল মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধান কাটায় অংশগ্রহন করেন।