কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও স্ত্রী আহত

কুষ্টিয়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের (উপ সহকারী ভূমি কর্মকর্তা, রাজস্ব) হাফিজুর রহমান (৪৫) নিহত হয়েছে এবং নিহতের স্ত্রী গুরুত্ব আহত হয়ে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় সূত্রে জানা গেছে চুয়াডাঙ্গা শহরের সবুজপাড়ার মোঃ আব্দুল হামিদ এর ছেলে হাফিজুর রহমান (হাফিজ) শুক্রবার ১৮ সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ায় যাওয়ার পথে হালসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাহাদের কে ধাক্কা দিলে সড়কের উপর পড়ে যায়। তখন এ সময় স্থানীয় লোকজন তাহাদের কে উদ্ধার করে, পরবর্তী সময় হাফিজুর রহমান মারা যান। এবং নিহতের স্ত্রী গুরুত্ব আহত অবস্থায় কুষ্টিয়া একটি হাসপাতালে ভর্তি করেন । চুয়াডাঙ্গা শহরের সবুজপাড়ায় বসবাসরত হাফিজের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পরিবার ও প্রতিবেশীদের মাঝে।লাশটি চুয়াডাঙ্গায় নিয়ে আসার প্রক্রিয়াধীন অবস্থায় আছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *