কাশিয়ানী ঘোনাপাড়া বাজারে বিদ্যুৎ লাইন থেকে আগুন ধরে মুদি দোকান পুড়ে ছাই।

 কাশিয়ানী উপজেলায় রাতইল ইউনিয়ানের ঘোনাপাড়া বাজারে বৃহস্পতিবার দিন গত গভীর রাতে মুদি দোকানে আগুন লাগে। বাজার নাইট গাড দেখতে পেরে আত্ন – চিৎকার করে বাজারে আগুন লেগেছে। এ সময় স্হানীয় লোক জন ঘুম থেকে বেরিয়ে আসে। আগুন নেবানোর জন্য চেষ্টা করে তার পর ফোন করেন গোপালগন্জ ফায়ার সার্ভিসে। খবর পেয়ে দ্রুতগতিতে ছুটে আসে গোপালগন্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু ঘরটি ছিলো টিনের,পাশে ছিলো কাপড়ের দোকান আগুন জ্বলতেই আছে । স্বস্তি নেই দুই ভাই এর মনে, মুদি দোকানদার নয়ন ও মিন্টু। রাত তখন দুইটা ঘোনাপাড়া বাজার থেকে সত চেষ্টা করছিলো এলাকার জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শেষ হয়ে গেলো দোকানের সমস্ত মালামাল, দোকান মালিকের সাথে কথা বলে জানা যায় নগদ ৬ লক্ষ বিশ হাজার টাকা ছিলো নগদ অর্থ সহ দোকানের যে মালামাল পুড়ে গেছে তার ক্ষতির পরিমান প্রায় সত্তর লক্ষ টাকা। দোকান ছিল তাদের আয়ের একমাত্র উৎস।শেষ সম্বল হারিয়ে দিশে হারা মুদি দোকান মালিক নয়ন ও তার ভাই মিন্টু। সাথে কাপড় দোকান মালিক। রাতইল ইউনিয়ন চেয়ারম্যান জনাব,বি, এম, হারুন অর রশীদ ( পিনু) সংবাদ পেয়ে ঘোনাপাড়া বাজারে ছুটে জান। সান্ত্বনা দেন ক্ষতি গ্রস্হ লোকদের। সকাল বেলা তিনি ফোন করে কাশিয়ানী উপজেলা Uno মহােদয়, ও Ac land মহোদয় কে জানান। ঘটনা জানার পরে Ac land মোঃ আতকুল ইসলাম ঘোনাপাড়া বাজারে আগুন লাগা ঘরগুলি পরিদর্শন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *