গত মঙ্গলবার গোপালগন্জ কাশিয়ানী উপজেলা কর্তৃক আয়োজিত বৈদেশিক কর্মসংস্থানের সচেতনতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাব্বির আহমেদ। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিতে কিভাবে শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা যায় সেই বিষয়টি আলোচিত হয়।
এছাড়া দেশি ও বিদেশি দালাল কর্তৃক হয়রানি বন্ধে ও বিদেশ গিয়ে শ্রমিকদের সীমাহীন ভোগান্তি নিরসনে সচেতন ও সজাগ দৃষ্টি রাখার বিষয়ে নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা জনাব মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা জনাব মোহাম্মদ মিরান হোসেন মিয়া, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শাহজাহান সিরাজ, উপজেলা সদর চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান খান ও কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি জনাব মিল্টন খান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।