কাশিয়ানীতে দরিদ্র নারীকে ধর্ষণের চেষ্টা
ইবাদুল রানা, কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫০ বছর বয়সী এক দরিদ্র নারীকে জোরপূর্বক মুখ বেঁধে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারী একই গ্রামের জামাল মল্লিকের স্ত্রী।
ওই দিনই ওই নারী বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্ত হোসেন শেখ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ব্যবস্থা নেয়নি পুলিশ। সে উপজেলার সাহেবেরচর গ্রামের জয়নাল শেখের ছেলে। হোসেন চার সন্তানের জনক। ওই নারী সাংবাদিকদের বলেন, ‘আমি ছাগলের জন্য বাড়ির অদূরে একটি লেবু বাগানে ঘাস কাটতে যাই। হঠাৎ হোসেন পিছন দিক থেকে এসে গামছা দিয়ে আমার মুখ বেঁধে জোর করে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে আমাকে ধর্ষণের চেষ্টা করলে ধস্তাধস্তিতে আমার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত হয়।
এ সময় আমি আর্তচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে হোসেন দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে আমি কাশিয়ানী থানায় একটি অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। হোসেন প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।’ তবে বিষয়টি নিয়ে কথা বলতে হোসেন শেখের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। বাড়িতে তার স্ত্রী-সন্তানরা থাকলেও সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি। অভিযোগের তদন্ত কর্মকর্তা কাশিয়ানউ থানার উপ-পরিদর্শক জুনায়েত হোসাইন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমি ওই এলাকায় গিয়েছিলাম বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । তবে এলাকার কিছু লোক বিষয়টি মিমাংসার কথা বলেছে তাই তাদের দুই দিন সময় দেওয়া হয়েছে ।’