কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সামগ্রী সরবরাহ ।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক জরুরী চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এস এম হুমায়ূন কবীর এর নেতৃত্বে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার মিতুল বণিক, পারভেজ রেজা চৌধুরী ও রায়হানুজ্জামানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়ানী উপজেলা কমপ্লেক্সে জীবন বাচানোর অতিপ্রয়োজনীয় উপকরণ সামগ্রী সরবরাহ করা হয়।

সরবরাহ করা জিনিস পত্রের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার স্যালাইন, মাল্টিমিডিয়া প্রোজেক্টর, দুইটা এয়ারককন্ডিশন, আইপিএস ও ব্লাড ব্যাংক স্থাপনের প্রয়োজনীয় সামগ্রীসহ দুইটা ফ্রিজ ।

এসময় সেখানে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

হাসপাতালে এমন জরুরি উপকরণ পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ডেংগু রোগীর পর্যাপ্ত স্যালাইন এবং ব্লাড ব্যাংক না থাকায় তাদের সুচিকিৎসা প্রদানের ক্ষেত্রে যে বাধা ছিলো তা এ সমস্ত উপকরণ সরবরাহের কারণে লাঘব হয়েছে।

পরে অতিথি বৃন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা সহ ডেংগু রোগী বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া ও এর প্রতিকার বিষয় নিয়ে আলোচনা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *