হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার রূপকার, যার জন্ম না হলে বাঙালি জাতি আজন্ম দাসত্বের শৃংখল মুক্ত হতো না তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিই বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য, নিষ্ঠুরতম, পৈচাশিক, ঘটনার আজ ৪৫ তম বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী কিছু সেনা সদস্য ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কুশীলবদের জঘন্যতম ষড়যন্ত্রে সপরিবারে শহীদ হন বঙ্গবন্ধু। জাতি প্রতিবছর ১৫ ই আগস্ট এই শোকগাঁথা ঘটনাকে বিনম্র শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিসে কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক শোক সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। করোনাকালীন এসময়ের স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও এমপি জনাব ফারুক খান, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মুক্তার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মশিউর রহমান খান,উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতা কর্মী বৃন্দ। কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব আনোয়ার হোসেন আনু এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।