কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্রনাথ রায় যোগদান করেই ছুটে গেলেন বন্যা দুর্গত পানিবন্দি অসহায় মানুষের কাছে

গত ৭/৮/ ২০ তারিখ শুক্রবার সকালে উপজেলা নির্বাহি অফিসার রথীন্দ্রনাথ রায় উপজেলার পারুলিয়া ও মাহমুদপুর ইউনিয়নে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন বন্যা প্লাবিত সড়ক দিয়ে যেয়ে তারপর নৌকায় করে দুর্গম এলাকার বন্যা আশ্রয় কেন্দ্রে বন্যা পীড়িত মানুষের কাছে পৌঁছান এবং তাদের খোঁজ খবর নেন। এলাকার বাড়িঘর কৃষি ফসল গবাদি পশু হাঁস-মুরগি ও মাছের ঘের এর ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া সড়কে পানি উঠে সড়ক চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে ফলে মানুষের চলাচলের ভরসা এখন নৌকা কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যা দুর্গত অসহায় মানুষের সমস্যার কথা শুনেন এবং সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া বন্যা দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বন্যা দুর্যোগ কাটিয়ে ওঠার লক্ষে স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাসুদ রানা, এলাকার জনপ্রতিনিধিবৃন্দ ও কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংবাদিকবৃন্দ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *