কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
কশিয়ানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গোপালগঞ্জ-১ অসনের এম.পি জনাব ফারুক খানের পক্ষ থেকে ‘ঈদ উপহার হিসেবে আজ সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিসে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্র লীগ। এ সময় ২০০শো অসহায় ও দুস্থ পরিবারেকে উপহার হিসেবে পোলাওর চাল, চিনি, দুধ, সেমাই, কিসমিস ইত্যাদি দেয়া হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, বিগত দিনে ছাত্রলীগ অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে থেকেছে। ভবিষ্যতেও গণমানুষের সুখ দুঃখে পাশে খাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
এসময়ে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি কাশিয়ানীর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্র নাথ রায় বলেন, এম. পি মহোদয়ের এমন একটি কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। উক্ত খাদ্য সামগ্রী অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে সঠিক ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার জন্য কাশিয়ানী উপজেলা ছা্ত্রলীগের সকল কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শরাফত হোসেন লাভলু, ঢাকা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোল্লা খালেদ হোসেন লেবু, কাশিয়ানী এম এ খালেক কলেজের সাবেক ভি,পি শেখ মোঃ ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান জাপান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম সহ কাশিয়ানী উপজেলার ছাত্রলীগের কর্মী সহ সর্বস্তরের নেতা কর্মী।