কাশিয়ানীতে ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের


গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের চাপায় অরুণ প্রামাণিক (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।।
নিহত অরুণ প্রামাণিক রাতইল ইউনিয়নের রাতইল গ্রামের মুকুল প্রামাণিকের ছেলে।।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।।
তিনি জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন অরুণ প্রামাণিক। এসময় কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।।