ইবাদুল রানা, কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত হয়ে খোকা মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কাশিয়ানী উপজেলায় এই প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু হলো । মৃত ব্যক্তির বাড়ি কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পোনা গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কাইয়ুম তালুকদার দৈনিকশত বর্ষকে জানান, করোনায় মৃত ব্যক্তি খোকা মিয়ার ৭ই জুন করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে সে নিজ বড়ীতে চিকিৎসাধীন ছিলেন। বেশ কিছূদিন সুস্থ্য থাকলেও আজ ১৬ই জুন দুপুরে দিকে তিনি জানান তার শ্বাস কষ্ট হচ্ছে এবং সন্ধ্যার দিকে খবর আসে তিনি মারা গেছেন। কাশিয়ানী উপজেলায় প্রথম করোনায় মৃত্যু বরণকারী ব্যক্তি তিনি।