কালীগঞ্জের নলতায় হেলিকপ্টার নজরুলের তাণ্ডবে অতিষ্ঠ কাশিবাটি গ্রাম

নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামের মৃত সোবাহান পাড়ের পুত্র শুধু নজরুলপাড় বললে অনেকেরই চিনতে কষ্ট হয়।যার কারণে তার নামের আগে হেলিকপ্টার নজরুল পাড় বলে অনেকেই। এলাকার খাসজমি কবরস্থান শরিকের গ্যাঞ্জাম নানা প্রশ্নবিদ্ধ সম্পদ। অল্প টাকায় কিনে অথবা ফুসলিয়ে নিজের নামে কোনরকম জ্বাল দলিল করে।গড়ে তুলছেন সম্পদের পাহাড়। ইতিমধ্যে তার নামে একাধিক অভিযোগ জমা পড়েছে বিভিন্ন দপ্তরে।

বহু পুরানো পূর্বপুরুষেরঐতিহ্যবাহী কাশিবাটি ফুটবল মাঠ।হেলিকপ্টার নজরুল এই মাঠটি দখল করার জন্য। বিভিন্ন অপকৌশল অবলম্বন করছেন বলে জানা যায়। মাঠ বরাবর আলিশান বাড়ি করেছেন বাড়িটির গেটটি রেখেছেন মাঠের ঠিক মাঝ বরাবর। বাড়িতে প্রবেশের কোন পথ না থাকলেও মাস্টারপ্লান খাটিয়ে অন্য জায়গার। অন্য দাগের সম্পত্তিতে কিনে। মাঠের মধ্যেই তার জমি আছে বলে দাবি করেন। মাঠের ভিতরে বৈদ্যুতিক খুটি বসানোর জন্য জামাত-শিবিরের একাধিক মামলার আসামিদের কে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাহিনীর অবতরণ ঘটাইয়া। সংখ্যালঘুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদেরকে হেয় প্রতিপন্ন করেই চলেছেন। তার মদদদাতা সরকারবিরোধী উন্নয়নের বাধা সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে। স্থানীয় প্রশাসন ও প্রশাসনিক কর্মকর্তা গুনিজন নামি দামি খেলোয়াড় ও মাঠ পরিচালনা পর্ষদকে প্রকাশ্যে  হুমকি প্রদান করছেন। এই হেলিকপ্টার নজরুলের পূর্ব পরিচয়।তিনি বাই সাইকেলের পিছনে বালিশ বেঁধে দুই চাকার হেলিকপ্টার তৈরি করে।বিভিন্ন যাত্রীদেরকে বহন করতেন। নলতা ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ  তার বিরুদ্ধে আনীত অভিযোগের চূড়ান্ত তদন্ত পর্যবেক্ষণ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *