মেহেদি হাসান, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জ এর টুঙ্গিপাড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে গণসচেতনতা সৃষ্টি করতে যৌথ অভিযান চালিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও সেনা সদস্যরা।
এ সময় সামাজিক দূরত্ব বাজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্কবিহীন মানুষকে মাস্ক ব্যবহারে বাধ্য করেন তারা। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার পাটগাতী বাস স্ট্যান্ড,পাটগাতী বাজার, এবং গওহরডাঙ্গা চৌরঙ্গি এলাকায় এই অভিযান চালায় উপজেলা প্রশাসন ও সেনা সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, উল্লেখিত এলাকায় সেনা সদস্যরা অবস্থান নেয়। এ সময় যারা মাস্কবিহীন চলাচল করছিলেন তাদের দোকান থেকে মাস্ক কিনতে বাধ্য করেন এবং করোনা রোধে মাস্ক ব্যবহারের কারণ জানান। এভাবে প্রায় এক ঘন্টা গণসচেতনতা অভিযান চলে। পরে টুঙ্গিপাড়ার পাইকারি ও খুচরা বিক্রির বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বশাক দৈনিক শতবর্ষকে বলেন, ‘আজকে আমরা বিকাল ৪ টা থেকে পাটগাতী বাস স্ট্যান্ড,পাটগাতী বাজার, এবং গওহরডাঙ্গা চৌরঙ্গি এলাকায় এই অভিযান চালাই এলাকায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। আমরা তাদের মাস্ক ব্যবহার করতে বলেছি। এ ছাড়াও, বাজারে যাতে ভিড় কমাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে পাটগাতী বাজারে অভিযান পরিচালনা করা হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা গত মার্চ থেকেই এ গণসচেতনতার কার্যক্রম চালিয়ে আসছি।
আমাদের কার্যক্রম থেমে নেই। ঈদের দিনও আমরা অভিযান পরিচালনা করেছি। মানুষ আবারও কিছুটা অসচেতন হয়ে পড়েছে। কিন্তু, এখনো করোনার সংক্রামণ কমেনি। তারপরও মানুষের মধ্যে সচেতনতা নেই। এখন মানুষ মাস্ক পরতে চাইছে না। আমরা আবারও মানুষকে সচেতন করতে জোরালোভাবে চেষ্টা করছি। আমাদের অভিযান নিয়মিত চলবে।