কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের করোনায় আক্রান্ত এক ব্যক্তির বাড়িতে খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ প্রয়োজনীয় ঔষুধপত্র পৌঁছে দিলেন স্থানীয় ইউপি সদস্য শাহ আলম শেখ শাহানুর।
আজ মঙ্গলবার বিকেলে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী পৌঁছে দেন তিনি। এ সময় জ্ঞানের আলো পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার বিপ্লব উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য শাহানুর শেখ বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর পরই এই বাড়িটি লকডাউন করা হয়। স্থানীয় ইউপি সদস্য হিসেবে তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো কর্তব্য হিসেবে এসব সামগ্রী আমি নিজে পৌঁছে দেই। তাদের যে কোনো প্রয়োজনে আমি এই পরিবারটির পাশে থাকব।