করোনা যুদ্ধে হার না মানা এক মহানায়ক জসিম উদ্দিন
গোপালগঞ্জ, টুঙ্গিপাড়ার কৃতি সন্তান জসিম উদ্দিন। মহামারী করোনা যুদ্ধে হার না মেনে, নিস্বার্থে প্রতিনিয়ত 100/130 করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। যেখানে চিকিৎসক সহ সেবা প্রদানকারী অনেক নার্স কোভিড-19 এ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। সেখানে তিনি সাহসিকতার সহিত কোভিড-19 এ আক্রান্ত রোগীদের নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ বক্ষব্যাধি হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক রাশেদুল হাসানের তত্ত্বাবধায়নে দীর্ঘ দিন যাবত কাজ করে আসছে। তিনি বর্তমানে সরকার কর্তৃক নির্ধারিত কোভিড-19 আক্রান্ত রোগীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ঢাকার ধানমন্ডি-32 এ অবস্থিত আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজে কর্মরত আছেন।