স্টাফ রিপোর্টারঃ
গত কয়েকদিন ধরে দেশে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। এছাড়া ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে। গত দুই দিনে ক্ষমতাসীন দলের তিনজন সিনিয়ার নেতা করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে। আর এই নেতাদের প্রাণ যাওয়ায় দেশেব্যাপী শোক দেখা দিয়েছে। তবে এরপরও কয়েকজন নেতা নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে।
এবার আরও এক আওয়ামী লীগ নেতা করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি ও কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আলকাসুর রহমান মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলকাসুর রহমান। তার জামাতা ডা. সাইদুল হক শাওন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ এই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি, বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।
এদিকে, প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। আর বর্তমানে সাধারণ মানুষের সাথে রাজনৈতিক ব্যক্তিরাও করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছে। এ জন্য দেশের সকল মানুষকে অধিক সচেতন থাকতে বলা হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে ক্ষমতাসীন দলের কয়েকজন সিনিয়ার নেতা করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে।