করোনা প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জীবনের ঝুকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। একজন মানবিক স্বেচ্ছাসেবী আনসার অফিসার হিসেবে সকলের কাছে পরিচিত মোঃ সাইফুল ইসলাম। করনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নিজ উদ্দ্যোগে পৌরসভাসহ বিভিন্ন স্থানে আনসার ও ভিডিপি সদস্য মোতায়ন সহ প্রচার মাইকিং, মাক্স বিতরণ করেন তিনি৷ উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মোঃ সাইফুল ইসলাম এবং তার নেতৃত্বে ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রী এবং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সহ স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য/সদস্যারা।

করোনা প্রতিরোধে উপজেলার বিভিন্ন জায়গায় গত বছর থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে।এছাড়া, তিনি কয়েকদিন আগে উপজেলায় ৫৪০টি ফলজ,বনজ এবং ঔষধি গাছ লাগিয়েছেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যেকোনো নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি এবং যাবো।

শুধু করোনা ভাইরাস নয় দেশের যে কোন পরিস্থিতিতে আনসার ও ভিডিপির সদস্যরা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দেশ ও মানুষের জন্য করে যাবে। তিনি আরো বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধেয় মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি মহোদয় একজন সৎ এবং দক্ষ সংঘঠক। উনার যথাযথ কমান্ডে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পরিশেষে, তিনি করোনা প্রতিরোধে সবাইকে সচেতন ও বাড়িতে অবস্থানের জন্য অনুরোধ জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *