রাশিদা আক্তার উপজেলা লাউর ফতেহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। রবিবার জোহর নামাজের পর নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা শেষে এবং তার নিজ গ্রাম রতনপুরের দ্বিতীয় জানাজা শেষে তার নিজ বাড়ি গ্রামে কবরস্থ করা হয়। তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন নবীনগর উপজেলা মাননীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।
তিনি বলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লিটন সাহেবের স্ত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ও তার পরিবার যেন এ শোক তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে সে জন্য প্রার্থনা করছি। রাশিদা আক্তার এর মৃত্যুতে শোক প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান বাদল, অ্যাডভোকেট জিকরুল আহমেদ খোকন,জাতীয় পার্টির নেতা কাজী মামুনুর রশীদ ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল।