করোনায় মারা গেলেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আব্দুল হাই। শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন আব্দুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল।
করোনায় আক্রান্ত হয়ে তার মামা ৫ জুলাই হসপিটালের আইসলুশনে ভর্তি হন। ধীরে ধীরে তার অবস্থা আরো খারাপ হয়। শুক্রবার রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ব- পরিবারে ঢাকায় বসবাস করতেন। গত ২ জুলাই করোনা পরিক্ষায় পজেটিভ এসেছিল। মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ছিলেন।