বেড়েছে চুরি, বেড়েছে ডাকাতি করোনার মহামারীর পর থেকে অনেকেই কর্মহীন তারপর আবার সামনে কুরবানীর ঈদ। এসবকে সামনে রেখে গোপালগঞ্জে চুরি, ডাকাতির পরিমাণটা বেড়েই চলেছে। বাজারের বেশ কয়েকটা দোকানে চুরি হয়েছে ইতিমধ্যে। গতকাল আনুমানিক রাত ৮ টায় কলেজ মসজিদ রোডে অবস্থিত মেসার্স পাভেল ব্রিকস এর স্বত্ত্বাধিকারী এর বাসায় ডাকাতি হয়েছে। ঐ সময় জনাব পাভেল আহত হন এবং পরিবারের বাকীরা মোটামুটি সুস্থ। তবে ডাকাতদের মধ্যে দুইজন ধরা পরেছে আর বাকী ডাকাতগুলো ডাকাতি সম্পন্ন করে চলে গিয়েছে। কত টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে সেটা এখনও জানা সম্ভব হয়নি। মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গোপালগঞ্জ পৌর মেয়র মহোদয়গণের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটা দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিন এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন। সাধারন মানুষ সারক্ষন হতাশাগ্রস্থ হয়ে থাকছে।