গোপালগঞ্জ প্রতিনিধিঃ তপন পোদ্দার,
কিছুদিন আগে ভারতীয় এক কাপড় ব্যবসায়ীর অডিও বার্তা ফেসবুকে ভাইরাল হয়েছিল। করোনার কারণে চীনে আটকে পড়েছিলেন। ঠিক এইরকম কিছু তিনি বুঝাতে চেয়ে ছিলেন।
চীনের প্রতিটি বাড়িতেই করোনাভাইরাসে আক্রান্ত রুগী আছে। কিন্তু সেখানকার বাসিন্দারা এই ভাইরাস এর জন্য কোনো ওষুধ বা ভ্যাকসিন নিচ্ছেন না। তারা এর চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া বন্ধ করে দিয়েছেন। এর পরিবর্তে তারা গরম পানির ভাপ দিয়ে ভাইরাসকে বিনাশ করছেন। এর জন্য তারা মাত্র ৩টি কাজ করছেন।
১. তারা দিনে চারবার কেটলি থেকে গরম পানির ভাপ নিচ্ছেন।
২. দিনে চারবার গরম পানি দিয়ে গড়গড়া করছেন।
৩. আর দিনে চারবার গরম চা পান করছেন। এভাবে টানা চারদিন এই ৩টি কাজ করেই ভাইরাসটিকে দমন করছেন তারা। এভাবেই পঞ্চম দিনে হচ্ছেন করোনা নেগেটিভ। সুত্র: ইন্টারনেট.
আমার এক পরিচিত বন্ধু বাবু মৃত্যুঞ্জয় ঢাকা বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ার বাড়ি, গৌরনদীর আগৈলঝাড়া, তিনি করোনা আক্রান্ত হন। হাসপাতলে ভর্তি না হয়ে নিজ বাড়িতে, এক রুমের ভিতর নিজেকে অবরুদ্ধ করে রাখে । সম্পূর্ণভাবে সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে । প্রতিদিন তিন, চার,বার লবণ ভিনেগার মিশ্রিত গরম পানি দিয়ে গারগিল ও গরম পানির নাক মুখ দিয়ে ভাপ নেয়া সহ, তিন চারবার লাল চা পান করা এবং মোবাইল ফোনে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেয় । এতে পাঁচ ছয় দিনের ভিতরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে ।
আমরা যদি সবাই নিয়মিত প্রতিদিনের কাজের অংশহিসেবে অভ্যাস করি, তাহলে হয়তোবা আমরা এই মহামারী করোনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব।