এবার করোনায় আক্রান্ত হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

টিপু মুনশি (ফাইল ছবি)

এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ ইতিমধ্যে দেশে বেশ কয়েকজন এমপি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। এ কারণে বর্তমানে দেশের সকল মানুষ ভীতিকর পরিস্থিতিতে রয়েছে। এদিকে, দিন দিন রাজনীতিতে থাকা অনেক সিনিয়ার ব্যাক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছে।

এবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার বাণিজ্যমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ আসে বলে নিশ্চিত করেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসীও বিষয়টি নিশ্চিত করেন

রাজনৈতিক অঙ্গণের একটি পরিচিত নাম টিপু মুনশি। ২০১৮ সালে ৩০ ডিসেম্বর টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। প্রসঙ্গত, ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত টিপু মুনশি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও অন্যতম উদ্যাক্তা হিসাবে সিপাল গ্রুপের এমডি পদে রয়েছেন। তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *