কোটালীপাড়া প্রতিনিধি : করােনাকে জয় করলেন গােপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা হাজী মাে : কামাল হােসেন শেখ । করােনায় আক্রান্তের পরে প্রায় তিন সপ্তাহ নিজ বাড়িতে আইসােলেশনে থাকার পরে তার করােনা রিপাের্ট নেগেটিভ এসেছে । বিষয়টি গত বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা . সুশান্ত বৈদ্য নিশ্চিত করেছেন । দলীয় সুত্রে জানাগেছে , গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে পৌর মেয়র হাজী মাে : কামাল হােসেন শেখ জ্বরে আক্রান্ত হয় । এর পর তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করােনা পরীক্ষার জন্য নমুনা দেন । পরীক্ষায় তার রিপাের্ট পজেটিভ আসে । এরপর তিনি নিজ বাড়িতে আইসােলেশনে থাকেন । এর আগে পৌর মেয়র হাজী মাে : কামাল হােসেন শেখ কর্মহীন হয়েপড়া মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেয় । এছাড়াও পৌরসভার বিভিন্ন স্থানে জীবণুনাশক স্প্রে করা , পৌরবাসীর মধ্যে মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ নানা ধরণের সচেতনতামুলক কাজ করেন । অপরদিকে দলীয় নেতা – কর্মীদেরকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্যসামগ্রী পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে বিতরণ করেন । কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল বলেন , করােনার শুরু থেকেই মেয়র হাজী মাে : কামাল হােসেন শেখ বিরামহীন ভাবে জনগনের জন্য কাজ করে করােনায় আক্রান্ত হয়েছিলেন । তিনি করােনাকে জয় করে জনগনের সেবায় পুনরায় কাজ শুরু করেছেন । এই করােনাযােদ্ধার সুস্থতায় আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা . সুশান্ত বৈদ্য বলেন , মেয়র মহােদয়ে করােনা পজিটিভ আসার পরে তিনি নিজ বাড়িতে আইসােলেশনে থেকে আমাদের পরামর্শ মােতাবেক চিকিৎসা গ্রহন করে সুস্থ হয়েছেন । পর পর দু’বার তার করােনা পরীক্ষার রিপাের্ট নেগেটিভ এসেছে । সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র হাজী মাে : কামাল হােসেন শেখ বলেন , পৌরবাসীর দোয়ায় ও চিকিৎসকের পরামর্শ মেনে চলায় সুস্থ হয়েছি । তবে যারা করােনায় আক্রান্ত হয়েছেন তারা যেন মনােবল রেখে চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন ।