কমিউনিটি ক্লিনিক সেবায় চুনারুঘাট হাসপাতাল কর্তৃপক্ষের প্রচেষ্টা প্রশংসনীয়
“মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরস্কার” প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার অধীনে হেল্থ সিস্টেম স্ট্রেন্থেনিং কার্যক্রমের আওতায় নির্বাচিত স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক অবস্থার উপর ফিজিকাল এসেসমেন্টের অংশ হিসেবে (৪ অক্টোবর) বুধবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম।
হেলথসিস্টেম বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিডার সাংগে ওয়াংমো বলেন,’ দীর্ঘ সময় পর ল্যাবরেটরি সার্ভিস চালুর মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের কার্যক্রমে সেবা গ্রহীতারা সন্তোষ প্রকাশ করেছেন।
বহির্বিভাগে প্রাথমিক সেবার ব্যাপারেও স্থানীয় সেবাগ্রহীতাদের আগ্রহ লক্ষ্যনীয়। রেমা কালেংগা রিজার্ভ ফরেস্ট এবং স্থানীয় চা-বাগানের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবার আওতায় আনার জন্য বিদ্যমান কমিউনিটি ক্লিনিক সেবার মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের প্রচেষ্টা প্রশংসনীয়’। ডা. মো: গোলাম কাওসার,সহকারী পরিচালক (পার-৩),স্বাস্থ্য অধিদপ্তর;ডা. মো. ফজলে রাব্বী, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এমবিটি),এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর;এস এম রেজাউল হক,পরিসংখ্যান কর্মকর্তা;সাংগে ওয়াংমো,টিম লিডার- হেলথসিস্টেম বিশ্ব স্বাস্থ্য সংস্থা,বাংলাদেশ;শিলা সরকার,ন্যাশনাল কনসালটেন্ট (এইচএসএস),বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ এবং ডা. খন্দকার ওয়াকিল আহমেদ, সার্ভেলেন্স এন্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার,বিশ্ব স্বাস্থ্য সংস্থা,বাংলাদেশ উক্ত এসেসমেন্ট দলের সদস্য ছিলেন।
সিভিল সার্জন, হবিগঞ্জ এর প্রতিনিধি হিসেবে,ডা. শরীফ মোঃ সানজিদ জামান,মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ),সিভিল সার্জন কার্যালয়,হবিগঞ্জ উক্ত এসেসমেন্টে অংশগ্রহণ করেন। এছাড়াও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মোজাম্মেল হোসেন এবং ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: ফখরুজ্জামান- সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এই সময় উপস্থিত থেকে এসেসমেন্টে সর্বাত্মক সহযোগিতা করেন।