দুর্নীতি
মো. শিমুল পারভেজ
দুর্নীতির ঐ হিংস্র থাবায়,
আটকে গেছে দেশ,,
যেথায় তাকাই সেথায় দুর্নীতি,
জমছে খেলা বেশ।।
চাকুরী ক্ষেত্রে দুর্নীতি,
পিছিয়ে দরিদ্র মেধাবীরা,,
স্বাস্থ্য সেক্টরে দুর্নীতি,
করলো সাহেদ সাবরিনা ।।
মেধার এখন দাম কই,
দেখেন বেকারত্বের হার,,
নিচ্ছে চাকুরী মূর্খ শ্রেণি,
সংশোধনের এই দায়িত্বভার কার??
প্রধানমন্ত্রীর দেয়া অনুদান বাড়ি,
পড়েনি বাদ দুর্নীতি থেকে,,
মেম্বার চেয়ারম্যানের আত্নীয়রা করলো দখল,
দুস্থ গরীবদের ছেঁকে।।
সরকারি ঐ ত্রাণের ক্ষেত্রে, হলো কত লুকোচুরি,,
ডাল-চাল সব যে গেল পুকুরে,
বাদ গেলো না সয়াবিন তেল চুরি।।
কিং সম্রাট আর পাপিয়া মাফিয়া,
খেললো ক্যাচিনো নিয়ে,,
মেডিকেল কলেজেও হইলো দুর্নীতি,
ভর্তি পরীক্ষায় ২ মিলিয়ন দিয়ে।।
দুর্নীতির ঐ হিংস্র থাবায়,
আটকে গেছে দেশ,,
অসহায় হারাচ্ছে স্বাধীনতা,
ঘুষখোরেরা উড়াচ্ছে সাদা ফানুশ।।