বঙ্গবন্ধু তুমি জাতির পিতা,
তোমার জন্য এলো স্বাধীনতা,
তুমি নির্ভিক তুমি দূরন্ত,
আপসহীন সংগ্রামী নেতা।
তুমি বছে আছো প্রেড়নায়,
বিপ্লবী চেতনায়, রক্তে ধমনীতে,
বাঙ্গালীর ভাবনায়(২)জীবনের বদলে মুক্তি এনে দিলে,
ওগো চির বিস্ময় ওমর নেতা।।
ঐ তর্জনী উচিয়ে গর্জে উঠিলে,
জ্বালাময়ী ভাষণে যানিয়ে দিলে(২)
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
যুদ্ধে ঝাপিয়ে পড়ে বীর জনতা।।
ঐ অকৃতি অধমো আমি তুমি মহা বীর,
তুমি গৌরব এই বাঙালী জাতির(২)
দিলে জাতি সত্তা, মানচিত্র পতাকা,নতশিরে যানায় কিরণ কৃতজ্ঞতা।। ঐ