বাগেরহাটের মোল্লাহাটে কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া ভোট কেন্দ্র এলাকায় আওয়ামীলীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কচুড়িয়া ভোট কেন্দ্র এলাকা আওয়ামীলীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার রাত ৭টায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির আহ্বায়ক জালাল সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: দুলাল শেখের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা সত্তার খান, বিলাল মোল্লা, বরেন বিশ্বাস ও কালু মোল্লা, সমন্বয়কারী খায়ের শেখ, ওয়ার্ল্ড আওয়ামীলীগ সভাপতি রামপদো বিশ্বাস, যুবলীগ নেতা মো:নুরইসলাম শেখ, ভোলাই শেখ, লতিফ মোল্লা, রুহুল শেখ, টিপু শিকদার, কোদালিয়া ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি মামুন, ছাত্রলীগ নেতা মিলন প্রমূখ। সভায় আলোচকরা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত শৃংখল ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে, কোনভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এটা মাথায় রেখে প্রচার প্রচারণা চালাতে হবে।