কক্সবাজার টেকনাফে ৮,০০০ পিস ইয়াবাসহ একজন অবৈধ অনুপ্রবেশকারী মায়ানমার নাগরিক গ্রেফতার।।

র‌্যাব-১৫ এর একটি বিশেষ আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নস্থ বাংলাদেশ টেলিভিশন, উখিয়া উপকেন্দ্র এর সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে মোহাম্মদ হাসান (২৩) (মায়ানমার নাগরিক), পিতা-মৃত হাশিম, মাতা-জুমাইরা বেগম, সাং-সাক্কিপাড়া, ০৩ নং ওয়ার্ড, মংডু, আইক্বাব, মায়ানমারকে ধৃত করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বর্ণিত মায়ানমার নাগরিক বাংলাদেশে অবস্থান ও প্রবেশ সংক্রান্তে কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এতদ্ব্যতিত বর্ণিত ব্যক্তি মায়ানমার নাগরিক কোন ক্যাম্পে রেজিস্টিভুক্ত নয় বলে জানায়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও অবৈধ অনুপ্রবেশের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল প্রক্রিয়াধীন চলমান রয়েছে বলে সূত্রে জানা



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *